The Latest

6/recent/ticker-posts

Header Ads

How Many Eggs Does a Love Bird Lay and How Long Does it Take to Hatch?

You Tube Vide

How Many Eggs Does a Love Bird Lay and How Long Does it Take to Hatch?
How Many Eggs Does a Love Bird Lay and How Long Does it Take to Hatch?



আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,

স্বাগতম বার্ডস বাংলা চ্যানেলে,

বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে, আজকে আমরা আপনাদের দেখাবো লাভ বার্ড পাখি সর্বোচ্চ কতগুলো ডিম পাড়ে ও কতদিন সময় লাগে বাচ্চা ফোটাতে, ফিরছি ইন্ট্রোর পর,

বন্ধুরা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন লাভ বার্ড লুটিনো অপালাইন মাশাল্লাহ এর ফিটনেস এবং এর রংটা অনেক সুন্দর, আজকে আমরা দেখাবো এই পাখি জোড়ার ব্রীডিং প্রগ্রেস, লাভ বার্ড পাখি সাধারণত ৪ থেকে ৫ টা ডিম পারে, আবার অনেক পাখি সাতটা পর্যন্ত ডিম দেয়, লাভ বার্ড এর জোড়া মিলানো টা অনেকেরই সমস্যা হয়, এরকম হয় দুইটাই ফিমেল পাখি ডিম দিতে থাকে, অবশ্যই খেয়াল রাখবেন যখন দেখবেন পাঁচটা থেকে বেশি ডিম দিচ্ছে তখন মনে করবেন পাখির জোড়ার মধ্যে সমস্যা আছে, লাভ বার্ড পাখি মেল ফিমেল সহজভাবে চেনার উপায়, আমরা এর ভিডিও পরবর্তীতে আপনাদের দেখাবো, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাভ বার্ড পাখি সাধারণত পাঁচটা ডিম পেরে থাকে এর মধ্য থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত বাচ্চা ফুটাতে সক্ষম হয়, নির্ভর করে পাখির সুস্থতার উপরে, পাখি সুস্থ রাখার জন্য ব্রিডিংয়ের আগে অবশ্যই পাখিকে এগ ফুট সফট ফুড শাক সবজি ও ব্রীডিং কোর্স করানো দরকার, আমরা আমাদের প্রত্যেকটা পাখির জোড়া কে ব্রিডিংয়ের আগে এই খাবার ও ব্রীডিং কোর্স করিয়ে থাকি, এই খাবার ও ব্রীডিং কোর্স কিভাবে করানো হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশন এ লিংক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নিবেন আশাকরি উপকার হবে, চলুন দেখাই এই পাখি কতগুলো ডিম পাড়ে ও কত দিনে বাচ্চা ফোটে, আলহামদুলিল্লাহ এদের দুই সপ্তাহ আগে বক্স দিয়েছিলাম আজ দেখতেছি একটা ডিম পেড়েছে, আজ থেকে গণনা শুরু করে এরপরে দেখাবো কতদিন পর কয়টা ডিম পেড়েছে, পাঁচ দিন পর, আলহামদুলিল্লাহ তিনটা ডিম পেড়েছে দেখতে পাচ্ছেন, দশ দিন পর, আলহামদুলিল্লাহ পাঁচটা ডিম পেড়েছে দেখতে পাচ্ছেন, ১৫ দিন পর, দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম আছে,মনে হচ্ছে এর বেশি আর ডিম দিবে না পাঁচটা পর্যন্ত থাকবে, আশা করছি পাঁচটা ডিম থেকে অন্তত তিনটা বা চারটা বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ, ২১ দিন পর,আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ, আমরা পরের ভিডিওতে দেখাবো পাঁচটা ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটাতে পারে, বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট আমাদের আরো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে, প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাক্স পড়ুন, আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালবাসুন মন ভালো রাখুন, আজ এ পর্যন্তই আপনিও আপনার প্রিয় পাখি ভাল ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল,

আল্লাহ হাফেজ।

How Many Eggs Does a Love Bird Lay and How Long Does it Take to Hatch?


Hello Friends If You Birds Bangla Like The Video, Please Like, Comment And Share, It Will Not Cost You Money, We Will Be Encouraged To Give Better Video. We Wish You Support.


Post a Comment

0 Comments